“গাছ লাগিয়ে ভরবো দেশ, বাঁচবে সবুজ থাকবো বেশ” এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতি, শাইন্ ও শেরপুর বার্ড ক্লাবের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে সল্ট-কেন্ডি ট্যুরস এন্ড ট্রাভেল।
২৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যা করা। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতি-শেসকসাস এর সভাপতি আরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, নির্বাহী সদস্য হোসাইন আহমেদ মোল্লা এবং কলেজ সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা প্রভাষক শাহিদুল ইসলাম ও প্রভাষক মো. সবুজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মোরাদ হোসেন চাঁন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, দপ্তর সম্পাদক আমান উল্লাহ হোসাইন, প্রচার সম্পাদক মো. মুবতাসিমুর রহমান সাদিক, সহযোগী সদস্য আব্দুল আলিম, লিমন, সাইমা জাহান ছোঁয়া, মারিয়া মোবাশশিরা প্রমুখ।
সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বনজ, ফুলজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।