জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর, বুধবার উপজেলার ঝাউগাড়া সরকারি কলেজ মাঠে রক্তের বন্ধন ঝাউগাড়া শাখা এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তের বন্ধন ঝাউগাড়া শাখার সভাপতি সুলায়মান কবির সেলিম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউগড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি ঝাউগড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: তোফাজ্জল হোসেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের নিয়মিত রক্তদানের উপকারিতা উল্লেখ করে বলেন, রক্তদান মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। প্রতি চার মাস পরপর মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই আমরা যদি চার মাস পরপর স্বেচ্ছায় রক্তদান করি তবে সেই রক্ত দিয়ে কোন রোগীর প্রাণ বাঁচতে পারে। যা একটি মহৎ কাজের অংশ।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লাখ ব্যাগ রক্তের দরকার পড়ে। বাংলাদেশে রক্তদাতার সংখ্যা প্রায় চার কোটি। কিন্তু প্রাপ্তবয়স্ক রক্তদাতারা নিয়মিত রক্তদান না করার কারণে প্রতি বছর রক্তের অভাবে হাজারো রোগী মারা যান। তাই ১৮ থেকে ৫০ বছর বয়সের মানুষকে নিয়মিত বা তাদের জীবনের বিশেষ দিনটি রক্তদানের মধ্য দিয়ে পালন করার জন্য আহবান জানান তিনি।

অনুষ্ঠানে রক্তের বন্ধনের প্রচার ও জনসংযোগ সম্পাদক মুত্তাছিম বিল্লাহ, রক্তের বন্ধন ঝাউগাড়া শাখার সাবেক সভাপতি আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে কলেজের শিক্ষার্থীসহ এলাকার প্রায় ৪০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কর্মসূচিতে রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সহ-সভাপতি মোবারক হোসাইন, যুগ্মসাধারণ সম্পাদক আলী উল্লাহ হাসান আরিফ, সোহাগ রানা, দপ্তর সম্পাদক আবু ইউসুফ আলী, প্রচার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রহমতুল্লাহ রতন, কার্যনির্বাহী সদস্য আলিম হোসাইন, সাবেক কোষাধ্যক্ষ নাজমুল হোসাইন নাইম, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার অ্যাম্বাসেডর সেলিম রাজ, শামীম হোসাইন, মিরাফ হোসাইন, হৃদয় হাসান, রাশেদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।