জামালপুরে জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ঢাকা-৩৬৪০) এর নবগঠিত কমিটির নবনির্বাচিত সকল সদস্য শপথ গ্রহণ করেছেন। ১১ অক্টোবর, শনিবার বিকালে জামালপুর শহরের ফেরিঘাট এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান জেলা ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন ভোলা মল্লিক।
এ সময় জেলা ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর, শনিবার জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং ঢাকা-৩৬৪০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















