ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

সরিষাবাড়ী : জনসভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা খালেদা জিয়াকে কারাবন্দি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে জামালপুরের সরিষাবাড়িতে ডোয়াইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাবানিপুর স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম তালুকদার।

প্রধান অতিথি শামীম তালুকদার আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলায় তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়াী ছাড়া করে তারা। এরপর মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়। চিকিৎসার জন্য বিদেশে যাইতে চাইলেও বেগম জিয়াকে যেতে দেয়নি। তাকে চিকিৎসা না দিয়ে কারাগারে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরেরা। এখনও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শামীম তালুকদার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে থেকেও সমগ্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছেন। তারেক রহমানের ৩১ দফা জনগণ গ্রহণ করেছে। জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ন্যায়, নীতি ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

সরিষাবাড়ী : জনসভায় অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।ছবি : বাংলারচিঠিডটকম

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড

আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল : শামীম তালুকদার

আপডেট সময় ১১:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা খালেদা জিয়াকে কারাবন্দি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে জামালপুরের সরিষাবাড়িতে ডোয়াইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাবানিপুর স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম তালুকদার।

প্রধান অতিথি শামীম তালুকদার আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলায় তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়াী ছাড়া করে তারা। এরপর মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়। চিকিৎসার জন্য বিদেশে যাইতে চাইলেও বেগম জিয়াকে যেতে দেয়নি। তাকে চিকিৎসা না দিয়ে কারাগারে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরেরা। এখনও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শামীম তালুকদার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে থেকেও সমগ্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছেন। তারেক রহমানের ৩১ দফা জনগণ গ্রহণ করেছে। জনগণের ভোটে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ন্যায়, নীতি ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

সরিষাবাড়ী : জনসভায় অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী।ছবি : বাংলারচিঠিডটকম

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল প্রমুখ।