ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

জামালপুর : পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর উপজেলা শাখা। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জামালপুর শহরের পিটিআই মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী শহর শাখার আমীর আল ইমরান সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও জামালপুর-৫ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলার আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থার দাবি জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহবান জানাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াও নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ এবং সকল ভোটারের ভোটের মূল্য নিশ্চিত করতে আইনসভায় উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানাই।

আমীর মাওলানা আব্দুস সাত্তার আরও বলেন, নির্বাচনে সকল দল ও নাগরিকের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ ও বিচারের দাবিও জানান তিনি।

জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি নাজমুল হক মাসুদ ও সদর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নোমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, শহর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ রেজা, শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল হক জামালী, ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি খন্দকার ওয়াজিউল্লাহর, শ্রীপুর ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। সমাবেশে জামায়াতে ইসলামী জেলা, শহর ও সদর উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ সরিষাবাড়ী, সানান্দবাড়ী ও সদর উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জে বিএনপি নেতাকে হেনস্তা, অপপ্রচারের অভিযোগ

পাঁচ দফা দাবিতে জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট সময় ১০:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর উপজেলা শাখা। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জামালপুর শহরের পিটিআই মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী শহর শাখার আমীর আল ইমরান সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও জামালপুর-৫ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলার আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থার দাবি জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহবান জানাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াও নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ এবং সকল ভোটারের ভোটের মূল্য নিশ্চিত করতে আইনসভায় উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানাই।

আমীর মাওলানা আব্দুস সাত্তার আরও বলেন, নির্বাচনে সকল দল ও নাগরিকের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ ও বিচারের দাবিও জানান তিনি।

জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি নাজমুল হক মাসুদ ও সদর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নোমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, শহর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ রেজা, শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল হক জামালী, ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি খন্দকার ওয়াজিউল্লাহর, শ্রীপুর ইউনিয়ন শাখার আমীর হাফেজ মাওলানা মাহমুদ হোসাইন প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। সমাবেশে জামায়াতে ইসলামী জেলা, শহর ও সদর উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ সরিষাবাড়ী, সানান্দবাড়ী ও সদর উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।