ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ জামালপুর যৌনপল্লী যেন এই শহরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ জামালপুরে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মাদারগঞ্জে হকার্স মার্কেটে আগুন, ২১ দোকান পুড়ে ছাই জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪ গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী : সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা, দোয়া মাহফিল শেরপুরে জোরপূর্বক জমি ও দোকানপাট দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি : এমপি প্রার্থী মো. রাশেদুল ইসলাম

দেওয়ানগঞ্জে স্থায়ীভাবে নদী শাসনের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জ : স্থায়ীভাবে নদী শাসনের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী নদী শাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মকসূচি পালন করেছে ভাঙ্গণ কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ২৪ সেপ্টেম্বর, বুধবার দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের হুদার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চলতি বর্ষা মওসুমে যমুনা নদীর ভাঙ্গনে উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বাহাদুরাবাদ নৌ-থানাসহ শত শত বসতবাড়ি ও ফসলি জমি।

চিকাজানি ইউপি সদস্য আবু হানিফ বলেন, ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বস্তা ফেলেছে। তবে বালির বস্তা ফেলে কোন লাভ হয়নি। স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে নদী ভাঙন রোধ সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও পর্যন্ত কোন স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি।

চর ডাকাতিয়াপাড়া গ্রামের আবুল কাসেম জানান, কয়েক বছর ধরে চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী থেকে চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়ে ইউনিয়নের মানচিত্র হারিয়ে যাচ্ছে। হাজারীপাড়া গ্রামের সালমান বলেন, আমরা সরকারের কাছে সাহায্য চাই না। চিকাজানি ইউনিয়ন রক্ষার্থে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ইউনিয়নের নারী, পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণি ও পেশার স্থানীয় জনগণ অংশ নেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান এ প্রতিবেদককে বলেন, নদী ভাঙন এলাকা পরিদর্শন করে প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

দেওয়ানগঞ্জে স্থায়ীভাবে নদী শাসনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী নদী শাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মকসূচি পালন করেছে ভাঙ্গণ কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ২৪ সেপ্টেম্বর, বুধবার দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের হুদার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চলতি বর্ষা মওসুমে যমুনা নদীর ভাঙ্গনে উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বাহাদুরাবাদ নৌ-থানাসহ শত শত বসতবাড়ি ও ফসলি জমি।

চিকাজানি ইউপি সদস্য আবু হানিফ বলেন, ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিছু জায়গায় বালির বস্তা ফেলেছে। তবে বালির বস্তা ফেলে কোন লাভ হয়নি। স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে নদী ভাঙন রোধ সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও পর্যন্ত কোন স্থায়ী উদ্যোগ নেয়া হয়নি।

চর ডাকাতিয়াপাড়া গ্রামের আবুল কাসেম জানান, কয়েক বছর ধরে চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী থেকে চুকাইবাড়ী ইউনিয়নের ফুটানি বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়ে ইউনিয়নের মানচিত্র হারিয়ে যাচ্ছে। হাজারীপাড়া গ্রামের সালমান বলেন, আমরা সরকারের কাছে সাহায্য চাই না। চিকাজানি ইউনিয়ন রক্ষার্থে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ইউনিয়নের নারী, পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণি ও পেশার স্থানীয় জনগণ অংশ নেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান এ প্রতিবেদককে বলেন, নদী ভাঙন এলাকা পরিদর্শন করে প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।