জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সরিষাবাড়ী উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে জামালপুর পৌরসভা দল। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ১৫ সেপ্টেম্বর, সোমবার বিকালে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটিও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলায় সরিষাবাড়ী উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পৌরসভা দল। জামালপুর পৌরসভা দলের পক্ষে গোল দুটি করেন আরমান ফয়সাল আকাশ ও আব্দুল হালিম টুটুল। অপরদিকে সরিষাবাড়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিদেশি ফুটবলার হোসেন। ফাইনাল খেলায় সেরা ফুটবলার নির্বাচিত হন আব্দুল হালিম টুটুল। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হন জোবায়ের শিমুল। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য তামিল হোসেন মানিক।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৩০ আগস্ট থেকে শুরু হয়। জামালপুর পৌরসভা দলসহ জেলার সাতটি উপজেলা দল এই টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলাগুলোয় এবং দুটি সেমিফাইনাল খেলা দেখতে আসা দর্শকদের চাইতে ফাইনাল খেলায় দর্শক ছিল আরও বেশি। সারা জেলা থেকে হাজার হাজার দর্শক স্টেডিয়ামে আসেন খেলা দেখতে। স্টেডিয়ামের সবদিকের গ্যালারিসহ মূল মাঠের চারপাশে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময় বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। দুই দলের ফুটবলারেরা অত্যন্ত দক্ষতার সাথে খেলেছে। পেশাদারিত্ব বজায় রেখেই খেলেছে। সেজন্য বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে দুই দলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করতেই পারি জামালপুর জেলা বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে উপরে এক নম্বরেই থাকবে, ইনশাল্লাহ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরে জেলা প্রশাসক হাছিনা বেগম। ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এই টুর্নামেন্ট পরিচালনা করিটির আহ্বায়ক পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা। এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন উপর রশিদ, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকসহ অ্ন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া কর্মকর্তা আরফিন আক্তার মনি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, এই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান হযরত শাহ জামাল (রহ.) হাসপাতাল ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুল ও স্পন্সর সংস্থা আমাদের গ্রাম আমাদের ভাবনা এর প্রতিষ্ঠাতা সভাপতি আরিফিন রাসেল মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।