ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন জামাল পাশা, শাহেদ আলী ঢাকা থেকে গ্রেপ্তার ব্যস্ততা চলছে মাদারগঞ্জের প্রতিমাশিল্পীদের, ২৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণ রোধে জগ লাইট বিতরণ করেছে উপজেলা প্রশাসন জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু

নৌকাডুবিতে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

সরিষাবাড়ী : ঝিনাই নদের এই এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু শোভা আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদে যাত্রীবোঝাই নৌকা ডুবে নৌকার যাত্রী মোর্শেদা বেগম (৪০) মারা গেছেন। সহযাত্রী তার মেয়ে ছয় বছরের শিশু শোভা আক্তার নিখোঁজ রয়েছে। ৫ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবর্ষা খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত মোর্শেদা বেগম উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী। ৬ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কন্যাশিশু শোভা আক্তারের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার স্বজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুদিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখে মোর্শেদা বেগম ও তার মেয়ে ফেরার জন্য খেয়া ঘাটে আসেন। খেয়া ঘাটের মাঝি না থাকায় নৌকার যাত্রীরাই নৌকা পারাপার করতে ছিল। এসময় নদীর মাঝপথে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উড়তে সক্ষম হলেও একজন নারী নদীতে ডুবে মারা যান। সেই সঙ্গে নদীতে পড়ে ওই নারীর মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৬ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে ঝিনাই নদে অনুসন্ধান চালায়। সারাদিন অনুসন্ধান কার্যক্রম চালিয়ে নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অনুসন্ধান কার্যক্রম স্থগিত করে চলে যান তারা।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জামালপুর থেকে ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি দিয়ে সকাল থেকে অনুসন্ধান অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। রাত হয়ে যাওয়ায় অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখা হয়।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন

নৌকাডুবিতে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

আপডেট সময় ১০:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদে যাত্রীবোঝাই নৌকা ডুবে নৌকার যাত্রী মোর্শেদা বেগম (৪০) মারা গেছেন। সহযাত্রী তার মেয়ে ছয় বছরের শিশু শোভা আক্তার নিখোঁজ রয়েছে। ৫ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবর্ষা খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত মোর্শেদা বেগম উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী। ৬ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কন্যাশিশু শোভা আক্তারের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার স্বজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুদিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখে মোর্শেদা বেগম ও তার মেয়ে ফেরার জন্য খেয়া ঘাটে আসেন। খেয়া ঘাটের মাঝি না থাকায় নৌকার যাত্রীরাই নৌকা পারাপার করতে ছিল। এসময় নদীর মাঝপথে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। তখন স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উড়তে সক্ষম হলেও একজন নারী নদীতে ডুবে মারা যান। সেই সঙ্গে নদীতে পড়ে ওই নারীর মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৬ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে ঝিনাই নদে অনুসন্ধান চালায়। সারাদিন অনুসন্ধান কার্যক্রম চালিয়ে নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অনুসন্ধান কার্যক্রম স্থগিত করে চলে যান তারা।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জামালপুর থেকে ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি দিয়ে সকাল থেকে অনুসন্ধান অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। রাত হয়ে যাওয়ায় অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখা হয়।