হোমিওপ্যাথিক ডাক্তারদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে ৩১ আগস্ট, রবিবার দুপুরে শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মো. আজিজুর রহমান, ডাক্তার মো. আবুল কাসেম, ডাক্তার মো. হাফিজুর রহমান, ডাক্তার মো. জাহাঙ্গীর আলম, ডাক্তার মো. জাহিদ আনোয়ার, ডাক্তার মো. আব্দুর রাজ্জাক, ডাক্তার মো. আব্দুর রহিম, ডাক্তার মো. আশরাফুল আলম, ডাক্তার মো. মাহমুদুল হক, ডাক্তার মো. কামরুল হাসান প্রমুখ।
বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নিজস্ব আইন ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’ মেনে চলবে, বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না বলে জানান বক্তারা।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শেরপুরের হোমিওপ্যাথিক চিকিৎসকেরা এ মানববন্ধনে অংশ নেন।