গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি ও বিচারের দাবিতে ৯ আগস্ট, শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাব সড়কে ইসলামপুর প্রেসক্লাব এ আয়োজন করে।
মানববন্ধনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার চাই। সারা বাংলাদেশে সাংবাদিকেরা যাতে নির্ভয়ে নিরাপদে থাকতে পারেন সেই নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভির সাংবাদিক ওসমান হারুনী, দৈনিক জবাবদিহির সাংবাদিক আলমাস হোসেন আওয়াল, প্রতিদিনের সংবাদের সাংবাদিক এসএম হোসেন রানা, দৈনিক যুগান্তরের সাংবাদিক রহিমা সুলতানা মুকুল প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।
মানববন্ধনে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিক কর্তকর্তা ও সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















