জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৯টি মামলার আসামি মাদক কারবারি শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ জুলাই, সোমবার দুপুরে সরিষাবাড়ী পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। তার কাছ থেকে পুলিশ ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এর বাজারমূল্য আনুমানিক এক লাখ ৬০ হাজার টাকা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, শিপন একজন আন্তঃজেলা চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় দুটি মামলা রয়েছে। কয়েক বছর ধরে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালেই তাকে জেল হাজতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।