আধুনিক সভ্যতার আড়ালে গ্রামবাংলার ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল লাঠি, রশি ও বাঁশ খেলা। হারিয়ে যাওয়া প্রাচীনতম এসব খেলা দেখতে ভিড় করে নারী-পুরুষসহ নানা বয়সের দর্শক। ২৬ জুলাই, শনিবার বিকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
বাদ্যের তালে নেচে নেচে অঙ্গভঙ্গি প্রদর্শন করে খেলোয়াড়রা। চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করতে ঝাপিয়ে পড়েন লাঠিয়ালরা। এরপর শুরু হয় রশি খেলা। খেলায় দুটি দল রশির দুই প্রান্তে ধরে টানাটানি করে। যে দল রশি ধরে রাখতে পারে না সেই দল হেরে যায়। আর খুঁটির উপর রাখা একটি সরু বাঁশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে হয়। মাঝপথে পড়ে গেলে সেই খেলোয়াড় বাদ পড়ে যান। আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া প্রাচীন এসব খেলা দেখতে ভিড় করে নানা বয়সের নারী-পুরুষ।

বিকাল থেকে সন্ধ্যা অবধি চলে এ খেলা। ঐতিহ্যবাহী লাঠি খেলা, রশি টানাটানি ও খালি পায়ে বাঁশের উপর হেঁটে চলা খেলায় স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিযোগীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন খেলার অতিথিরা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, মাহমুদা সালাম মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ও কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক সরোয়ার কবির রিপন, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
খেলা দেখতে আসা দর্শকরা জানান, অনেকদিন পরে এ খেলা দেখতে পেয়ে খুশি তারা। প্রতি বছর এ খেলা আয়োজনের দাবি তাদের।

লেখায় অংশ নেওয়া খেলোয়াড়রা জানান, অনেক দর্শকদের সমাগম হয় গ্রামবাংলার এ খেলার আয়োজনে। মানুষকে বিনোদন দিতে গ্রামে গ্রামে ঘুরে এ খেলা দেখানো হয় বলে জানান তারা।
আয়োজক কমিটি সভাপতি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রন্জু মিয়া বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতেই এ খেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছর এ খেলার আয়োজন করা হবেও বলে জানান তিনি।
 
																			 
																		 
										 মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম
																মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম								 


















