ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ জন্ম মৃত্যু নিবন্ধন কাজে সাফল্যের পঞ্চম স্থানে জামালপুর জেলা রোগীদের পাশে মাদারগঞ্জ উপজেলা বিএনপিনেতা খালিদ হাসান তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ গোপনে সুপার ও আয়া নিয়োগের পায়তারা, ভারপ্রাপ্ত সুপার জানেন না তিনি দ্বায়িত্বে
দেশ গড়তে এনসিপি’র জুলাই পদযাত্রা :

নাহিদ হাসনাত সারজিসরা আসছেন জামালপুরে

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. লুৎফর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে ২৭ জুলাই, রবিবার ও ২৮ জুলাই, সোমবার এই দু’দিনের জামালপুর জেলায় সফরে আসছেন নাহিদ, হাসনাত, সারজিসরা। পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার পাশাপাশি তারা আরও কিছু কর্মসূচিতে অংশ নিবেন।

২৬ জুলাই, শনিবার বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি জামালপুর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে জামালপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ও জেলা শাখার আহ্বায়ক মো. লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপিনেতা মো. লুৎফর রহমান। তিনি জানান, পদযাত্রা ও অন্যান্য কর্মসূচিতে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব ডাক্তার তানসিম জারা ও নাহিদ সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি আরও জানান, ২৭ জুলাই, রবিবার প্রতিবেশী জেলা শেরপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর জেলা শহরের অবস্থান করবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাত ৮টায় জামালপুর শহরের চামড়া গুদাম এলাকায় আল জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদরাসা, হযরত শাহজামাল (র.) এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শনের পাশাপাশি হরিজন পল্লীতে মতবিনিময় সভায় অংশ নেবেন নেতৃবৃন্দ। এরপর তারা জামালপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরদিন ২৮ জুলাই, সোমবার সকাল ৯টায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বেলা ১১টায় শহরের প্রধান সড়কের গেটপাড় থেকে ফৌজদারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নিবেন নেতৃবৃন্দ। সবশেষে তারা ফৌজদারি মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। পথসভা শেষেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর ত্যাগ করবেন।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপিনেতা মো. লুৎফর রহমান বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচিকে সফল করতে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে। আমরা আশাবাদী জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। এখানে রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিহাস রয়েছে। সেই ধারাবাহিকতায় জামালপুরে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা দল এনসিপি। আমরা এখানে খুবই স্বতস্ফূর্তভাবে কর্মসূচি আয়োজন করতে পারবো বলে আশা করছি।

জামালপুর : সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী আমাদের এই জুলাই পদযাত্রা কর্মসূচি চলমান রয়েছে। তবে জায়গা ভেদে নাগরিকদের দাবি-দাওয়া থাকে সেগুলো শোনার জন্যই তো আমরা বেরিয়েছি। একইভাবে জামালপুরের মানুষের কি প্রত্যাশা সেটিও আমরা শুনবো। জামালপুরে নাগরিকদের দাবি-দাওয়াও আমরা শুনবো। জামালপুরের সহযোদ্ধারা আমাদের জানাচ্ছেন, তারা কি কি সমস্যা দেখছেন এই জেলায়। জাতীয় নাগরিক পার্টি আসলে এদেশের সকল নাগরিকদের অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি করবে। প্রত্যেক নাগরিকের মর্যাদার ভিত্তিতে আমাদের রাজনীতি পরিচালিত হবে।

জামালপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করতে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এনসিপিনেতা মো. লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে এনসিপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর আমীন শুভ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহবায়ক হিফজুর রহমান বকুল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমান, এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী মো. ফজলুর রহমান ও শাহিদুর রহমান সম্রাটসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুর জেলায় কর্মরত সর্বস্তরের বিপুল সংখ্যক সাংবাদিক এই সংবাদ সম্মেলনে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক

দেশ গড়তে এনসিপি’র জুলাই পদযাত্রা :

নাহিদ হাসনাত সারজিসরা আসছেন জামালপুরে

আপডেট সময় ০৯:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে ২৭ জুলাই, রবিবার ও ২৮ জুলাই, সোমবার এই দু’দিনের জামালপুর জেলায় সফরে আসছেন নাহিদ, হাসনাত, সারজিসরা। পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার পাশাপাশি তারা আরও কিছু কর্মসূচিতে অংশ নিবেন।

২৬ জুলাই, শনিবার বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি জামালপুর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে জামালপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ও জেলা শাখার আহ্বায়ক মো. লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপিনেতা মো. লুৎফর রহমান। তিনি জানান, পদযাত্রা ও অন্যান্য কর্মসূচিতে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব ডাক্তার তানসিম জারা ও নাহিদ সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি আরও জানান, ২৭ জুলাই, রবিবার প্রতিবেশী জেলা শেরপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর জেলা শহরের অবস্থান করবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাত ৮টায় জামালপুর শহরের চামড়া গুদাম এলাকায় আল জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদরাসা, হযরত শাহজামাল (র.) এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শনের পাশাপাশি হরিজন পল্লীতে মতবিনিময় সভায় অংশ নেবেন নেতৃবৃন্দ। এরপর তারা জামালপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরদিন ২৮ জুলাই, সোমবার সকাল ৯টায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বেলা ১১টায় শহরের প্রধান সড়কের গেটপাড় থেকে ফৌজদারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নিবেন নেতৃবৃন্দ। সবশেষে তারা ফৌজদারি মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। পথসভা শেষেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর ত্যাগ করবেন।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপিনেতা মো. লুৎফর রহমান বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচিকে সফল করতে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে। আমরা আশাবাদী জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। এখানে রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিহাস রয়েছে। সেই ধারাবাহিকতায় জামালপুরে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা দল এনসিপি। আমরা এখানে খুবই স্বতস্ফূর্তভাবে কর্মসূচি আয়োজন করতে পারবো বলে আশা করছি।

জামালপুর : সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী আমাদের এই জুলাই পদযাত্রা কর্মসূচি চলমান রয়েছে। তবে জায়গা ভেদে নাগরিকদের দাবি-দাওয়া থাকে সেগুলো শোনার জন্যই তো আমরা বেরিয়েছি। একইভাবে জামালপুরের মানুষের কি প্রত্যাশা সেটিও আমরা শুনবো। জামালপুরে নাগরিকদের দাবি-দাওয়াও আমরা শুনবো। জামালপুরের সহযোদ্ধারা আমাদের জানাচ্ছেন, তারা কি কি সমস্যা দেখছেন এই জেলায়। জাতীয় নাগরিক পার্টি আসলে এদেশের সকল নাগরিকদের অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি করবে। প্রত্যেক নাগরিকের মর্যাদার ভিত্তিতে আমাদের রাজনীতি পরিচালিত হবে।

জামালপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করতে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এনসিপিনেতা মো. লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে এনসিপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর আমীন শুভ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহবায়ক হিফজুর রহমান বকুল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমান, এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী মো. ফজলুর রহমান ও শাহিদুর রহমান সম্রাটসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুর জেলায় কর্মরত সর্বস্তরের বিপুল সংখ্যক সাংবাদিক এই সংবাদ সম্মেলনে অংশ নেন।