গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকর্মীদের হামলার প্রতিবাদে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেরপুরের অষ্টমীতলা বাস টার্মিনালের শেরপুর-ঢাকা মহাসড়কে ১৬ জুলাই, বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্লকেড কর্মসূচি পালন করেছে।
দুই ঘন্টাব্যাপী এ ব্লকেড কর্মসূচি চলাকালে শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ উত্তর বঙ্গের সকল দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় হামলাকারী ও পালিয়ে থাকা আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন এনসিপি’র প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, যুগ্মসমন্বয়কারী তান্না ইসলাম, রাশেদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুনুর রহমান, শাহানুর ইসলাম সায়েম, তৌহিদুর রহমান, মোর্শেদ জিতু, মবিনুল ইসলাম ও আরাফাত তালুকদার প্রমুখ।
খুনি ফ্যাসিস্টদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে আবারও সারাদেশে কঠোর আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি দেন বক্তারা।