ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন জামাল পাশা, শাহেদ আলী ঢাকা থেকে গ্রেপ্তার ব্যস্ততা চলছে মাদারগঞ্জের প্রতিমাশিল্পীদের, ২৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা শেরপুরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি মাহমুদপুরে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণ রোধে জগ লাইট বিতরণ করেছে উপজেলা প্রশাসন জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান শুরু

লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের প্রেসিডেন্ট হলেন লায়ন মির্জা মাসুদুর রহমান

জামালপুর : লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের কেবিনেট প্রেসিডেন্ট লায়ন মির্জা মাসুদুর রহমান ও কেবিনেটের অন্যান্য পদের সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের নতুন ক্লাব কেবিনেট ঘোষণা করা হয়েছে। নতুন ক্লাব কেবিনেট ঘোষণা করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি২, বাংলাদেশ-এর সাবেক রিজিওনাল চেয়ারপার্সন এবং ক্লাব ডিরেক্টর লায়ন সেলিনা আক্তার। নবনির্বাচিত ক্লাব কেবিনেটে ক্লাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জামালপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মির্জা মাসুদুর রহমান।

এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- ক্লাব ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার মো. সুবক্তগীন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন খাজা ওয়াসিউল্লাহ, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী, ক্লাব সেক্রেটারি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ লায়ন ডা. এ এ এম আবু তাহের, ক্লাব ট্রেজারার লায়ন কে. এম, ওয়াহিদুল ইসলাম সজিব, ক্লাব ডিরেক্টর লায়ন সেলিনা আক্তার ও লায়ন আসিফ ইমরান এবং মেম্বারশিপ চেয়ারপার্সন হয়েছেন লায়ন আবু আশিক মল্লিক বাবু। এই ৯ সদস্যের কেবিনেট ২০২৫-২৬ অর্থবছরে ক্লাবের বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

এদিকে এক শুভেচ্ছা বিবৃতিতে লায়ন মির্জা মাসুদুর রহমান তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের নতুন ক্লাব কেবিনেট ক্লাব প্রেসিডেন্ট হিসেবে এবং উপরোক্ত ৯ সদস্য বিশিষ্ট ক্লাব কেবিনেটকে অনুমোদন দেওয়ার জন্য ক্লাবের সকল সম্মানিত লায়ন সদস্যদের প্রতি ব্যক্তিগত পক্ষ থেকে এবং ক্লাব কেবিনেটের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্বকে আমি অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করছি। আমার কেবিনেট সদস্যগণসহ আমি এই অর্থবছরে সর্বোচ্চ সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই মহৎ যাত্রায় ক্লাবের সকল সম্মানিত লায়ন সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

লায়ন মির্জা মাসুদুর রহমান আরও বলেন, আমরা ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- আগামী অক্টোবর মাসে জামালপুর জেলায় একটি বৃহৎ পরিসরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং চক্ষু শিবির (চোখের ছানি অপারেশন) আয়োজন করা হবে। চলমান বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মশক নিধন কর্মসূচি হাতে নেয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, অবহেলিত ও বেকার নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

এছাড়াও উপার্জনক্ষম তরুণ-তরুণীদের তালিকা তৈরি করে সরকারি ও বেসরকারি দপ্তরে প্রশিক্ষণের জন্য সুপারিশ করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং শহরে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পরা শিশুদের পুনরায় শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য গণসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। বিভিন্ন সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের কাছে পৌছানোর জন্য উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা তৈরির কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে।

লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের নতুন ক্লাব কেবিনেট ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মাসুদুর রহমান আরও বলেন, ভবিষ্যতে যেকোন প্রাকৃতিক দুর্যোগে এবং সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার পুরো কেবিনেট দৃঢ়ভাবে অঙ্গীকার বদ্ধ। চলুন আমরা সকলে মিলেই একটি মানবিক, সেবামূলক ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে এগিয়ে আসি।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন

লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের প্রেসিডেন্ট হলেন লায়ন মির্জা মাসুদুর রহমান

আপডেট সময় ১০:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের নতুন ক্লাব কেবিনেট ঘোষণা করা হয়েছে। নতুন ক্লাব কেবিনেট ঘোষণা করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি২, বাংলাদেশ-এর সাবেক রিজিওনাল চেয়ারপার্সন এবং ক্লাব ডিরেক্টর লায়ন সেলিনা আক্তার। নবনির্বাচিত ক্লাব কেবিনেটে ক্লাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জামালপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মির্জা মাসুদুর রহমান।

এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- ক্লাব ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার মো. সুবক্তগীন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন খাজা ওয়াসিউল্লাহ, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী, ক্লাব সেক্রেটারি বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ লায়ন ডা. এ এ এম আবু তাহের, ক্লাব ট্রেজারার লায়ন কে. এম, ওয়াহিদুল ইসলাম সজিব, ক্লাব ডিরেক্টর লায়ন সেলিনা আক্তার ও লায়ন আসিফ ইমরান এবং মেম্বারশিপ চেয়ারপার্সন হয়েছেন লায়ন আবু আশিক মল্লিক বাবু। এই ৯ সদস্যের কেবিনেট ২০২৫-২৬ অর্থবছরে ক্লাবের বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

এদিকে এক শুভেচ্ছা বিবৃতিতে লায়ন মির্জা মাসুদুর রহমান তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের নতুন ক্লাব কেবিনেট ক্লাব প্রেসিডেন্ট হিসেবে এবং উপরোক্ত ৯ সদস্য বিশিষ্ট ক্লাব কেবিনেটকে অনুমোদন দেওয়ার জন্য ক্লাবের সকল সম্মানিত লায়ন সদস্যদের প্রতি ব্যক্তিগত পক্ষ থেকে এবং ক্লাব কেবিনেটের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্বকে আমি অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করছি। আমার কেবিনেট সদস্যগণসহ আমি এই অর্থবছরে সর্বোচ্চ সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই মহৎ যাত্রায় ক্লাবের সকল সম্মানিত লায়ন সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

লায়ন মির্জা মাসুদুর রহমান আরও বলেন, আমরা ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- আগামী অক্টোবর মাসে জামালপুর জেলায় একটি বৃহৎ পরিসরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং চক্ষু শিবির (চোখের ছানি অপারেশন) আয়োজন করা হবে। চলমান বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মশক নিধন কর্মসূচি হাতে নেয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, অবহেলিত ও বেকার নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন মাদরাসার ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

এছাড়াও উপার্জনক্ষম তরুণ-তরুণীদের তালিকা তৈরি করে সরকারি ও বেসরকারি দপ্তরে প্রশিক্ষণের জন্য সুপারিশ করার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং শহরে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পরা শিশুদের পুনরায় শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য গণসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। বিভিন্ন সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের কাছে পৌছানোর জন্য উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা তৈরির কার্যক্রম পরিচালনারও পরিকল্পনা রয়েছে।

লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা ধলেশ্বরী ক্লাবের নতুন ক্লাব কেবিনেট ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মাসুদুর রহমান আরও বলেন, ভবিষ্যতে যেকোন প্রাকৃতিক দুর্যোগে এবং সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার পুরো কেবিনেট দৃঢ়ভাবে অঙ্গীকার বদ্ধ। চলুন আমরা সকলে মিলেই একটি মানবিক, সেবামূলক ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে এগিয়ে আসি।