বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ১৪ জুলাই, সোমবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় তারাকান্দি গেটপার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তারাকান্দি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ইসলমী ব্যাংকের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য রাশেদুজ্জামান লিটন, যুবদলনেতা জাহাঙ্গীর আলম, অংকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দু:শসন থেকে মুক্ত। এখন সুষ্ঠু নির্বাচনের পথে বাংলাদেশ। জনগণের ভোটে সামনে জনগণের সরকার গঠন হবে। ঠিক সেই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। এ দেশের সাধারণ মানুষ তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে বলে বলেন বক্তারা।