জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘যুক্তির মুগ্ধতায়, নবদিগন্তের প্রত্যাশায়’ এই শ্লোগানে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইউনাইটেড ট্রাস্ট ১ম এনডিএফ বিডি-জাবিপ্রবি বিতর্ক উৎসব ২০২৫। ২৭ জুন, শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ময়মনসিংহ জোন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাবিপ্রবিডিসো) যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নয়টি দল ও মাধ্যমিক ও কলেজ পর্যায়ের চারটিসহ মোট ১৩টি দলের ১১০ জন বিতার্কিক এই বিতর্ক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ২৭ জুন প্রিলিমিনারী ও ২৮ জুন, শনিবার সেমিফাইনাল ও ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী বিতর্ক উৎসবে থাকছে বিতর্ক ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী এবং সংসদীয় ও বারোয়ারী বিতর্ক। এছাড়াও পাবলিক স্পিকিং, কুইজ প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট ডিবেট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. রাশেদুল ইসলাম খান, জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া খান ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফ বিডি’র মহাপরিচালক এম আলমগীর।
বিতর্কে অংশ নেয়া জামালপুর ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাবেয়া বসরী জানান, বিতর্ক অনুষ্ঠানে আমাদের যুক্তিতর্কের মাধ্যমে আমাদের পারদর্শিতা দেখাতে এসেছি। আশা করি এই বিতর্ক উৎসবের মাধ্যমে আমরা নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারব।

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে তরুণদের যুক্তিভিত্তিক চিন্তাভাবনায় উৎসাহিত করা। মত প্রকাশের স্বাধীনতা ও মতপার্থক্যের মধ্যেও যুক্তির মাধ্যমে সমাধান খোঁজার সংস্কৃতি তৈরি করা৷ একটি বিতার্তিক মিলনমেলা ঘটাতে সক্ষম হয়েছি৷ আমরা প্রত্যাশা করি জাতীয় জীবনে এই আয়োজন আগত তরুণ মেধাবী বির্তাতিকদের জীবনের নানা পর্যায়ে যুক্তি বিশ্লেষণ এবং নেতৃত্বের দক্ষতা গড়ে তুলতে আরও সহায়তা করবে৷
বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া খান জানান, এই উৎসবের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলামের মাধ্যমে তাদের মেধাকে বিকশিত করা। তারা যাতে নিজেদের সমৃদ্ধ করতে পারে।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও রাহেল অটোস এবং জব সল্যুশান জামালপুর স্পন্সর হিসেবে সহযোগিতা করছে। ২৮ জুন উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এই বিতর্ক উৎসব শেষ হবে।