ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুুরক্ষিত রাখি

জামালপুর মাদারগঞ্জ দেওয়ানগঞ্জ ইসলামপুরে ভূমিমেলা শুরু

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে ভূমিমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২৫ মে, রবিবার থেকে শুরু হয়েছে। ভূমিমেলা সম্পর্কে বাংলারচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদকদের পাঠানো সংবাদ :

জামালপুরের নিজস্ব প্রতিবেদক আসমাউল আসিফ জানান, ভূমিমেলা উপলক্ষ্যে ২৫ মে দুপুরে জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানপাড়ায় জামালপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্মারক বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ভূমিমেলার মূল্য উদ্দেশ্য সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে তুলে করা। ভূমিসেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমিসেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী ভূমিমেলায় জেলা প্রাশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, রেকর্ড রুম শাখা, জামালপুর সদর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস, সেবা বুথসহ মোট সাতটি স্টল স্থান পেয়েছে।

মাদারগঞ্জ : ভূমিমেলা উপলক্ষ্যে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম আবেদ জানান, মাদারগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ভুমি মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ মে, রবিবার বিকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় চত্বরে স্মারক বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল্লাহ, সেবাগ্রহীতা মাহিদুল ইসলাম সুমন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সেবা গ্রহীতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ : ভূমিমেলা উপলক্ষ্যে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক তারেক মাহমুদ জানান, ২৫ মে সকাল ১০টায় দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। তিনি বলেন, ভূমিমেলায় সেবাগ্রহিতারা বিভিন্ন রকম সেবা পেয়ে থাকবেন। সহজেই ভূমি উন্নয়ন কর পরিষদ করতে পারবেন। নামজারিসহ জমিজমা সংক্রান্ত যেকোনো পরামর্শ নিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে এসে সবাইকে সেবা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

এর আগে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। শোভাযাত্রা উপজেলা ভূমি অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিমেলা উপলক্ষে অঙ্গনা ভূমি নারী সেবা গ্রহীতা কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ভূমি সার্ভেয়ার রিয়াদুল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আয়েন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শফি কামাল, সহকারী ভূমি কর্মকর্তা মো. সোলায়মান আলী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল করিম মামুন, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী জিয়াউল হক, মিউটেশন সহকারী এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ : ভূমিমেলা উপলক্ষ্যে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর থেকে নিজস্ব প্রতিবেদক লিয়াকত হোসাইন লায়ন জানান, ইসলামপুরে ভূমি মেলা উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার উপজেলা ভূমি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, শিক্ষার্থী তাবাসসুম রৌজসি প্রমুখ। বক্তারা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমিসেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা নামজারি ব্যবস্থাসহ ভূমিসেবায় কেউ যাতে হয়রানি না হয় সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুুরক্ষিত রাখি

জামালপুর মাদারগঞ্জ দেওয়ানগঞ্জ ইসলামপুরে ভূমিমেলা শুরু

আপডেট সময় ০৮:৪৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২৫ মে, রবিবার থেকে শুরু হয়েছে। ভূমিমেলা সম্পর্কে বাংলারচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদকদের পাঠানো সংবাদ :

জামালপুরের নিজস্ব প্রতিবেদক আসমাউল আসিফ জানান, ভূমিমেলা উপলক্ষ্যে ২৫ মে দুপুরে জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানপাড়ায় জামালপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্মারক বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ভূমিমেলার মূল্য উদ্দেশ্য সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে তুলে করা। ভূমিসেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমিসেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী ভূমিমেলায় জেলা প্রাশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, রেকর্ড রুম শাখা, জামালপুর সদর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস, সেবা বুথসহ মোট সাতটি স্টল স্থান পেয়েছে।

মাদারগঞ্জ : ভূমিমেলা উপলক্ষ্যে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক খাদেমুল ইসলাম আবেদ জানান, মাদারগঞ্জ উপজেলায় তিনদিনব্যাপী ভুমি মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ মে, রবিবার বিকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় চত্বরে স্মারক বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল্লাহ, সেবাগ্রহীতা মাহিদুল ইসলাম সুমন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সেবা গ্রহীতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ : ভূমিমেলা উপলক্ষ্যে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক তারেক মাহমুদ জানান, ২৫ মে সকাল ১০টায় দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। তিনি বলেন, ভূমিমেলায় সেবাগ্রহিতারা বিভিন্ন রকম সেবা পেয়ে থাকবেন। সহজেই ভূমি উন্নয়ন কর পরিষদ করতে পারবেন। নামজারিসহ জমিজমা সংক্রান্ত যেকোনো পরামর্শ নিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে এসে সবাইকে সেবা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

এর আগে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। শোভাযাত্রা উপজেলা ভূমি অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিমেলা উপলক্ষে অঙ্গনা ভূমি নারী সেবা গ্রহীতা কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ভূমি সার্ভেয়ার রিয়াদুল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আয়েন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শফি কামাল, সহকারী ভূমি কর্মকর্তা মো. সোলায়মান আলী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল করিম মামুন, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী জিয়াউল হক, মিউটেশন সহকারী এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ : ভূমিমেলা উপলক্ষ্যে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর থেকে নিজস্ব প্রতিবেদক লিয়াকত হোসাইন লায়ন জানান, ইসলামপুরে ভূমি মেলা উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার উপজেলা ভূমি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, শিক্ষার্থী তাবাসসুম রৌজসি প্রমুখ। বক্তারা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমিসেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা নামজারি ব্যবস্থাসহ ভূমিসেবায় কেউ যাতে হয়রানি না হয় সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।