ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত ৯ ঘন্টা পর অপহৃতা বন্যাকে উদ্ধার করেছে পুলিশ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার মাছ ধরার ঐতিহ্য বিএনপি ও শ্রমিকদলের কেন্দ্রীয় দুই নেতার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল জামালপুরে সড়ক দুর্ঘটনা রোধে ডিসিকে স্মারকলিপি মেলান্দহে পুষ্টি সমন্বয় কিমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ইসলামপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর প্রধান শিক্ষক পলাতক সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে : পুষ্টি সভায় জাবিপ্রবি ভিসি রুকুনুজ্জামান

জামালপুর : সভায় বক্তব্য রাখেন জাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রুকুনুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্র) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রুকুনুজ্জামান বলেছেন, স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার দুই নম্বর লক্ষ্য অর্থাৎ ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে খাদ্যাভ্যাস ও দৃষ্টিভঙ্গী বদলাতে হবে।

১৪ মে বুধবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে জামালপুরে কর্মক্ষেত্রে পুষ্টিসেবার সহজ প্রাপ্যতায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুরে বিভিন্ন শিল্প উদ্যোক্তারা তাদের কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের পুষ্টির মান উন্নয়নে কিভাবে ওয়ার্কফোর্স নিউট্রিশন অ্যালায়েন্স থেকে সহযোগিতা পেতে পারে এবং ফুড সিস্টেম ড্যাসবোর্ড ব্যবহার করে উপকৃত হতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ খাদ্যে পুষ্টিমান ভাবার তো দূরের কথা প্রতিদিন সবাই অখাদ্য খেয়ে যাচ্ছে। দুধ, ভাত থেকে শুরু করে সকল প্রকার খাদ্যে রাসায়নিক ও কীটনাশক মিশ্রিত খাদ্য খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে গেইনের চলমার পুষ্টিসেবা কার্যক্রম জোরদার করা এবং সরকারের পুষ্টিনীতিমালা অনুসরণ করা জরুরি।

উপাচার্য বলেন, খাদ্যের মান, গুণ, পরিমাণ ও পরিমাপ না জেনে খাদ্য খাওয়াটা সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর। প্রতিদিনের খাদ্য তালিকায় যে পরিমাণ ক্যালরি খাওয়া দরকার আমরা অধিকাংশ মানুষ না বুঝে তার চেয়ে বেশী খেয়ে থাকি। অনেকেই ক্যালরি পরিমাণ খাদ্য খেতেই পারে না। কলকারখানাসহ যেকোনো কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের খাদ্যাভ্যাসে পুষ্টির চাহিদা পূরণে শিল্প উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জামালপুর : সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। ছবি : বাংলারচিঠিডটকম

শ্রম অধিদপ্তরের আয়োজনে এবং গেইনের কারগরি সহযোগিতায় ওয়ার্কফোর্স অ্যালায়েন্সের সদস্য, জামালপুরে কর্মরত বিভিন্ন সরকারি, বেসরকারি শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে ধারণাপত্র উপস্থাপনা করেন গেইনের প্রকল্প ব্যবস্থাপক জি এম রেজা সুমন।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মনজুরুল কাদের, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইবনে ইউসুফ প্রমুখ। সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম ও গেইনের প্রকল্প কর্মকর্তা আহম্মেদ ইবনে সেলিম। পুষ্টি বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন গেইনের পুষ্টিবিদ দিলারা জাহান।

সভায় উপস্থিত শিল্প উদ্যোক্তারা তাদের কর্মক্ষেত্রে কর্মী বা শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি ঝুঁকির হাত থেকে রক্ষায় অতিরিক্ত প্রণোদনা বা বাড়তি অর্থসহায়তা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত সবাই পুষ্টি সচেতনতা বৃদ্ধির জন্য গেইনের কাছে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দাবি করেন।

সভায় জামালপুরে সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা সার কারখানাসহ পপুলার জুটমিলস, জাবেদ এগ্রো ফুড, এসকে ফুডস, জহুরুল ফিসারিজ, হালিম ট্রেডার্স, শহিদ ডিস্টিবিউটর, ব্র্যাক, সেন্ট্রাল হাসপাতাল, শাহজামাল হাসপাতাল, শতদল, আরসিআই, চায়না মটরস, পেট্রোসেম, এআর মালিক সিডস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাস মালিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে সাতদিনের কারাদণ্ড

ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে : পুষ্টি সভায় জাবিপ্রবি ভিসি রুকুনুজ্জামান

আপডেট সময় ০৭:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্র) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রুকুনুজ্জামান বলেছেন, স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার দুই নম্বর লক্ষ্য অর্থাৎ ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে খাদ্যাভ্যাস ও দৃষ্টিভঙ্গী বদলাতে হবে।

১৪ মে বুধবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে জামালপুরে কর্মক্ষেত্রে পুষ্টিসেবার সহজ প্রাপ্যতায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুরে বিভিন্ন শিল্প উদ্যোক্তারা তাদের কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের পুষ্টির মান উন্নয়নে কিভাবে ওয়ার্কফোর্স নিউট্রিশন অ্যালায়েন্স থেকে সহযোগিতা পেতে পারে এবং ফুড সিস্টেম ড্যাসবোর্ড ব্যবহার করে উপকৃত হতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ খাদ্যে পুষ্টিমান ভাবার তো দূরের কথা প্রতিদিন সবাই অখাদ্য খেয়ে যাচ্ছে। দুধ, ভাত থেকে শুরু করে সকল প্রকার খাদ্যে রাসায়নিক ও কীটনাশক মিশ্রিত খাদ্য খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে গেইনের চলমার পুষ্টিসেবা কার্যক্রম জোরদার করা এবং সরকারের পুষ্টিনীতিমালা অনুসরণ করা জরুরি।

উপাচার্য বলেন, খাদ্যের মান, গুণ, পরিমাণ ও পরিমাপ না জেনে খাদ্য খাওয়াটা সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর। প্রতিদিনের খাদ্য তালিকায় যে পরিমাণ ক্যালরি খাওয়া দরকার আমরা অধিকাংশ মানুষ না বুঝে তার চেয়ে বেশী খেয়ে থাকি। অনেকেই ক্যালরি পরিমাণ খাদ্য খেতেই পারে না। কলকারখানাসহ যেকোনো কর্মক্ষেত্রে কর্মরত শ্রমিকদের খাদ্যাভ্যাসে পুষ্টির চাহিদা পূরণে শিল্প উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জামালপুর : সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। ছবি : বাংলারচিঠিডটকম

শ্রম অধিদপ্তরের আয়োজনে এবং গেইনের কারগরি সহযোগিতায় ওয়ার্কফোর্স অ্যালায়েন্সের সদস্য, জামালপুরে কর্মরত বিভিন্ন সরকারি, বেসরকারি শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। এতে ধারণাপত্র উপস্থাপনা করেন গেইনের প্রকল্প ব্যবস্থাপক জি এম রেজা সুমন।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মনজুরুল কাদের, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইবনে ইউসুফ প্রমুখ। সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম ও গেইনের প্রকল্প কর্মকর্তা আহম্মেদ ইবনে সেলিম। পুষ্টি বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন গেইনের পুষ্টিবিদ দিলারা জাহান।

সভায় উপস্থিত শিল্প উদ্যোক্তারা তাদের কর্মক্ষেত্রে কর্মী বা শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি ঝুঁকির হাত থেকে রক্ষায় অতিরিক্ত প্রণোদনা বা বাড়তি অর্থসহায়তা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপস্থিত সবাই পুষ্টি সচেতনতা বৃদ্ধির জন্য গেইনের কাছে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দাবি করেন।

সভায় জামালপুরে সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা সার কারখানাসহ পপুলার জুটমিলস, জাবেদ এগ্রো ফুড, এসকে ফুডস, জহুরুল ফিসারিজ, হালিম ট্রেডার্স, শহিদ ডিস্টিবিউটর, ব্র্যাক, সেন্ট্রাল হাসপাতাল, শাহজামাল হাসপাতাল, শতদল, আরসিআই, চায়না মটরস, পেট্রোসেম, এআর মালিক সিডস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাস মালিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।