ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বপ্ন ৩১ দফাকে ছড়িয়ে দিতে চাই গ্রামে গঞ্জে : বিএনপিনেতা শামীম আহমেদ

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেছেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি সব সময় মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন। আমরা তার সেই স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে চাই গ্রামে গঞ্জে।

২৯ এপ্রিল মঙ্গলবার বিকালে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা, ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ এসব কথা বলেন। বিএনপি নেতা শামীম আহমেদ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বড় পর্দায় পাওয়ার পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তথ্যচিত্রে তারেক রহমানের ৩১ দফার বিভিন্ন বিষয়সহ তারেক রহমানের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

শামীম আহমেদ বলেন, সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক, শ্রমজীবী, ব্যবসায়ী, কৃষক, জেলে, নরসুন্দর, কামার ও ছাত্রদের নিয়ে আজকের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এবং জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছর ধরে দলের নেতা-কর্মীরা জেল-জুলুম, অত্যাচার, গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছে। গণতন্ত্রকে রক্ষা বা পুনঃরুদ্ধার করার জন্য রাজপথে এই দলটি সক্রিয় ছিল এবং রাজপথে দুই হাজারেরও অধিক নেতা-কর্মীর প্রাণ ঝরে পড়েছে। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্রন্ট লাইনে ছিলেন।

শামীম আহমেদ বর্তমান সরকারের সংস্কার কমিশন বিষয়ে বলেন, সংস্কার আগে, না নির্বাচন আগে? আজকে যে সংস্কারের কথা বলা হয়েছে, তার বীজ বপণ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। যা রাষ্ট্র কাঠামোর সংস্কারের দুয়ার উন্মোচন করেছে। সেই সাথে বাংলাদেশের জনগণের মনের কথা উনি তুলে ধরেছেন এবং পুনরুজ্জীবিত করেছেন।

জামালপুর : অনুষ্ঠানে বিএনপিনেতা শামীম আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শামীম আহমেদ বলেন, বাংলাদেশের জনগণ চায় স্থিতিশীল সরকার, গণতান্ত্রিক সরকার, জবাবদিহিতামূলক সরকার। স্বাধীনভাবে নিজ ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার। আজকের এই অনুষ্ঠান থেকে বর্তমান সরকারকে অনুরোধ করব অতি দ্রুত নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কার করা দরকার তা দ্রুত সময়ের মধ্যে করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করতে হবে।

তিনি বলেন, তারেক রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, উনার নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, তাহলে উনার নেতৃতে¦র সরকার ৩১ দফার বাস্তবায়ন করবে। এমনিতেই আমরা যারা জামালপুরে বসবাস করি। আমরা দরিদ্রসীমায় বসবাস করি। শুধু জামালপুর নয়, সারাদেশের সাধারণ জনগণের সাথে সকল প্রকার বৈষম্য দূর করতে হলে তারেক জিয়ার কোন বিকল্প নেই।

বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, তৃণমূূল পর্যায়ে ৩১ দফাকে সামনে রেখে ব্যাপক প্রচারণা কর্মসূচি হাতে নিয়েছি। এটা গ্রাম-গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে অজপাড়া গাঁয়ে আমাদের চলমান থাকবে। এই কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। আমার নেতা বিএনপির ৩১ দফার প্রণেতা ও ঘোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। উনি যাতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলার জনগণের মাঝে ফিরে আসেন তার জন্য দোয়া করবেন।

জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জামালপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আইনজীবী বাবর আলী খান, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন ও সাবেক এজিএস মহব্বত হোসেন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ইতি রানী সরকার, সদর থানা কৃষকদলের সাবেক সভাপতি মাইনুল হক, জেলা ছাত্রদের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের স্বপ্ন ৩১ দফাকে ছড়িয়ে দিতে চাই গ্রামে গঞ্জে : বিএনপিনেতা শামীম আহমেদ

আপডেট সময় ১০:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেছেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি সব সময় মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন। আমরা তার সেই স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে চাই গ্রামে গঞ্জে।

২৯ এপ্রিল মঙ্গলবার বিকালে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা, ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ এসব কথা বলেন। বিএনপি নেতা শামীম আহমেদ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বড় পর্দায় পাওয়ার পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তথ্যচিত্রে তারেক রহমানের ৩১ দফার বিভিন্ন বিষয়সহ তারেক রহমানের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।

শামীম আহমেদ বলেন, সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক, শ্রমজীবী, ব্যবসায়ী, কৃষক, জেলে, নরসুন্দর, কামার ও ছাত্রদের নিয়ে আজকের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এবং জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছর ধরে দলের নেতা-কর্মীরা জেল-জুলুম, অত্যাচার, গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছে। গণতন্ত্রকে রক্ষা বা পুনঃরুদ্ধার করার জন্য রাজপথে এই দলটি সক্রিয় ছিল এবং রাজপথে দুই হাজারেরও অধিক নেতা-কর্মীর প্রাণ ঝরে পড়েছে। জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্রন্ট লাইনে ছিলেন।

শামীম আহমেদ বর্তমান সরকারের সংস্কার কমিশন বিষয়ে বলেন, সংস্কার আগে, না নির্বাচন আগে? আজকে যে সংস্কারের কথা বলা হয়েছে, তার বীজ বপণ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। যা রাষ্ট্র কাঠামোর সংস্কারের দুয়ার উন্মোচন করেছে। সেই সাথে বাংলাদেশের জনগণের মনের কথা উনি তুলে ধরেছেন এবং পুনরুজ্জীবিত করেছেন।

জামালপুর : অনুষ্ঠানে বিএনপিনেতা শামীম আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শামীম আহমেদ বলেন, বাংলাদেশের জনগণ চায় স্থিতিশীল সরকার, গণতান্ত্রিক সরকার, জবাবদিহিতামূলক সরকার। স্বাধীনভাবে নিজ ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার। আজকের এই অনুষ্ঠান থেকে বর্তমান সরকারকে অনুরোধ করব অতি দ্রুত নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত সংস্কার করা দরকার তা দ্রুত সময়ের মধ্যে করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করতে হবে।

তিনি বলেন, তারেক রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, উনার নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, তাহলে উনার নেতৃতে¦র সরকার ৩১ দফার বাস্তবায়ন করবে। এমনিতেই আমরা যারা জামালপুরে বসবাস করি। আমরা দরিদ্রসীমায় বসবাস করি। শুধু জামালপুর নয়, সারাদেশের সাধারণ জনগণের সাথে সকল প্রকার বৈষম্য দূর করতে হলে তারেক জিয়ার কোন বিকল্প নেই।

বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, তৃণমূূল পর্যায়ে ৩১ দফাকে সামনে রেখে ব্যাপক প্রচারণা কর্মসূচি হাতে নিয়েছি। এটা গ্রাম-গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে অজপাড়া গাঁয়ে আমাদের চলমান থাকবে। এই কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। আমার নেতা বিএনপির ৩১ দফার প্রণেতা ও ঘোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। উনি যাতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলার জনগণের মাঝে ফিরে আসেন তার জন্য দোয়া করবেন।

জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জামালপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আইনজীবী বাবর আলী খান, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন ও সাবেক এজিএস মহব্বত হোসেন, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ইতি রানী সরকার, সদর থানা কৃষকদলের সাবেক সভাপতি মাইনুল হক, জেলা ছাত্রদের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।