জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিনজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি এবং অসদোপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ২৭ এপ্রিল রবিবার উপজেলার চারটি পরীক্ষাকেন্দ্রে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন কেন্দ্র কর্তৃপক্ষ।
অব্যাহতি পাওয়া কক্ষ পরিদশর্কেরা হলেন- জোনাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান বাবলু, তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরীন আক্তার ও মোসলেমাবাদ আলিম মাদরাসার সহকারী শিক্ষক শাহীনুর আলম। তারা ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদরাসার কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, ২৭ এপ্রিল এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, দাখিলের ইংরেজি ১ম পত্র ও এসএসসি ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা চলাকালে অসদোপায় অবলম্বনের দায়ে জোনাইল উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্র থেকে তিনজন, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে তিনজন, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন ও মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদরাসা থেকে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়াও পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের দেখাদেখি করে লেখার সহযোগিতা ও দায়িত্বে অবহেলা করার দায়ে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
পরীক্ষা অনুষ্ঠানে ক্ষমতাপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, তিনটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও চারটি পরীক্ষাকেন্দ্র থেকে ১২ জন পরীক্ষার্থীকে অসদোপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।
 
																			 
																		 
										 খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম
																খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম								 

















