জামালপুরের ইসলামপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন শিক্ষককে অব্যাহতি এবং অসদোপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন কেন্দ্র কর্তৃপক্ষ। ২৭ এপ্রিল রবিবার উপজেলার ৪ নম্বর চর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পদার্থবিজ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের পরীক্ষায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা বেগম, বেনুয়ারচর এম এইচ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলম ওয়ালিউল্লাহ, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান কবির, ৪ নম্বর চর হাই স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো. রহুল আমিন এবং পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল সরদার। তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ ছেড়ে অন্য কক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রশ্নোত্তরে সহযোগিতায় আচরণ বহির্ভূত কাজে সম্পৃক্ত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন শিক্ষককে অব্যহতি ও অসদোপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
 
																			 
																		 
										 লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
																লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম								 

















