ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জ মডেল থানার ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল চালু ঝিনাইগাতীতে পানিতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার অধিকার রক্ষায় শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে ওয়ারেছ আলী মামুন সংবর্ধিত নদী ভাঙনের কবল থেকে মসজিদ ফসলি জমি রক্ষার দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন দুর্গাপূজার প্রস্তুতি সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন জামাল পাশা, শাহেদ আলী ঢাকা থেকে গ্রেপ্তার ব্যস্ততা চলছে মাদারগঞ্জের প্রতিমাশিল্পীদের, ২৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি দেওয়ানগঞ্জে উপহারের বেশির ভাগ ঘরের দরজায় ঝুলছে তালা

পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল : পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির নেয়া পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে শেহবাজ সরকার।

ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ায় ভারতের নেয়া পদক্ষেপের পর পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ২৪ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হয়।

বৈঠকের পর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পহেলগাম হামলার প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে পর্যটকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের একতরফা পদক্ষেপকে অন্যায্য, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের দিকে পানিপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এদিকে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

এছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা শান্তি চুক্তি করে। এটির লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি কাঠামো তৈরি করা, কাশ্মীর দ্বন্দ্ব নিরসন করা এবং ভবিষ্যতে যেকোনো ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে মেটানো।

ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের ঘোষণা প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, নয়াদিল্লি সিন্ধু নদের পানিপ্রবাহ ঠেকানোর চেষ্টা করলে সর্বশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে। পানিপ্রবাহের বাধা দেওয়ার চেষ্টাকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলেও জানিয়েছে পাকিস্তান।

এছাড়া পাকিস্তান জানিয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াঘাহ সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে যাবেও না আসবেও না।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জ মডেল থানার ইমাম মুয়াজ্জিন কল্যাণ তহবিল চালু

পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার’ শামিল : পাকিস্তান

আপডেট সময় ০৯:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির নেয়া পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে দেখা হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে শেহবাজ সরকার।

ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ায় ভারতের নেয়া পদক্ষেপের পর পরিস্থিতি পর্যালোচনা করার জন্য ২৪ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হয়।

বৈঠকের পর এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পহেলগাম হামলার প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে পর্যটকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের একতরফা পদক্ষেপকে অন্যায্য, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের দিকে পানিপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এদিকে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্যও তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

এছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সিমলা শান্তি চুক্তি করে। এটির লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি কাঠামো তৈরি করা, কাশ্মীর দ্বন্দ্ব নিরসন করা এবং ভবিষ্যতে যেকোনো ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে মেটানো।

ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের ঘোষণা প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, নয়াদিল্লি সিন্ধু নদের পানিপ্রবাহ ঠেকানোর চেষ্টা করলে সর্বশক্তি প্রয়োগ করে এর জবাব দেওয়া হবে। পানিপ্রবাহের বাধা দেওয়ার চেষ্টাকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলেও জানিয়েছে পাকিস্তান।

এছাড়া পাকিস্তান জানিয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াঘাহ সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে যাবেও না আসবেও না।সূত্র:বাসস।