বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক নেতা-কর্মী বাড়িঘরে থাকতে পারে নাই। অনেক নেতা স্ত্রী-সন্তানের মুখ দেখার সুযোগ পায় নাই। মায়ের সামনে থেকে ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিছুই করার ছিল না। এরকম অসহায়ের মতো ১৭টি বছর জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। আল্লাহর অশেষ রহমতে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
২৯ মার্চ শনিবার বিকেলে শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে অনেক শ্রম, ঘাম, ত্যাগ, হামলা, মামলা, জেল, জুলুম, সকল কিছু মোকাবিলা করে স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য। ১৭ বছরে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সোয়া দুই বছরের অধিক সময় জেল খাটানো হয়েছে। তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরিকল্পিতভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল। সাবেক এমপি ইলিয়াস আলী চৌধুরী আলমসহ চার হাজার নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। ৩৮ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে সারা বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন হচ্ছে আগামী দিনের বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, আইনের শাসন সমৃদ্ধ, প্রতিষ্ঠিত, মাদকমুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশকে বিএনপির নেতৃত্বে আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তর করতে চাই। এখন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ পলাতক। এই আওয়ামী লীগ এখন নতুন করে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে অশান্ত করার জন্য।
বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, কাছারীপাড়া বিএনপির গুরুত্বপূর্ণ একটি এলাকা। আওয়ামী লীগবিরোধী আন্দোলনে আমরা যখন জামালপুরে অনেক প্রতিকূলতার মধ্যে পড়েছি, তখন আমার এই এলাকা থেকে আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছি। আসুন আমাদের মধ্যে মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের মোকাবিলা করি। নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসেনের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জেলা বিএনপির উপদেষ্টা শেখ আনছার শহীদ শামীম, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাছারীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী সোলাইমান হাবিবী।
দোয়া ও ইফতার মাহফিলে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 
																			 
																		 
										 মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম
																মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম								 


















