সারাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিপীড়ন, অনলাইনে হেনস্তা ও ধর্ষণের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালেন করেছে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রদল। ১০ মার্চ সোমবার দুপুরে কলেজ রোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক গাজী নাজমুল হাসান নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, কলেজ ছাত্রদলের যুগ্নআহবায়ক খায়রুল ইসলাম সৌরভ, যুগ্নআহবায়ক মাহমুদুল হাসান, যুগ্নআহবায়ক মঈন সরদার , শিক্ষার্থী সুমনা আক্তার প্রমুখ।
সম্প্রতি মাগুরায় আট বছরের কন্যাশিশুর ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা, সারাদেশে নারীদের ওপর নিপীড়ন বন্ধে সরকারি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান ছাত্রদল নেতৃবৃন্দ। মানববন্ধনে ছাত্রদল নেতা-কর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।