জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মনজু হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আল আমিন বিন ওমর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব লিপন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী প্রধান, উপজেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ময়নাল খন্দকার, যুবনেতা, নুর ইসলাম দেওয়ান, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সুরুজ আলী, আমিরুল ইসলাম আমির, বাবু প্রধান ও আলাল, পৌর ছাত্রদলের যুগ্নআহবায়ক খলিলুর রহমান নয়ন ও সালমান, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক তপু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ প্রতিরোধে আরো কঠোর আইন প্রয়োগ করতে হবে।