ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জামালপুর : অগ্নিনির্বাপনের সচেতনামূলক মহড়া। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি– এই প্রতিপাদ্যের আলোকে ১০ মার্চ সোমবার জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন  এই মহড়া ও আলোচনাসভার আয়োজন করে।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনার মহড়া ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, মানুষের অসচেতনতা, ভোগবিলাসিতা এবং দুর্বৃত্তায়নের কারণে দুর্যোগের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। বৈশ্বিক কারণেও আমাদের দুর্যোগের কবলে পড়ে ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। করোনা মহামারী থেকে শুরু করে যুদ্ধবিগ্রহ এবং অধিকমাত্রায় কার্বন নিঃসরণ প্রতিযোগিতার ফলে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করছে।

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতিতে বারবার সফলতার উদাহরণ দেখিয়ে আসছে। বর্তমান অন্তর্বতীকালীন সরকার এ ব্যাপারে খুবই সচেতন। জামালপুরে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ বেশ প্রশংসনীয়। উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ এ আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের প্রতি জেলা প্রশাসক ধন্যবাদ জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আপডেট সময় ০৩:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি– এই প্রতিপাদ্যের আলোকে ১০ মার্চ সোমবার জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন  এই মহড়া ও আলোচনাসভার আয়োজন করে।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনার মহড়া ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, মানুষের অসচেতনতা, ভোগবিলাসিতা এবং দুর্বৃত্তায়নের কারণে দুর্যোগের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। বৈশ্বিক কারণেও আমাদের দুর্যোগের কবলে পড়ে ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। করোনা মহামারী থেকে শুরু করে যুদ্ধবিগ্রহ এবং অধিকমাত্রায় কার্বন নিঃসরণ প্রতিযোগিতার ফলে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করছে।

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতিতে বারবার সফলতার উদাহরণ দেখিয়ে আসছে। বর্তমান অন্তর্বতীকালীন সরকার এ ব্যাপারে খুবই সচেতন। জামালপুরে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ বেশ প্রশংসনীয়। উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ এ আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের প্রতি জেলা প্রশাসক ধন্যবাদ জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।