জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মনিকা রানী (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। মনিকা রানী উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামের মনি চন্দ্রের মেয়ে।
স্থানীয়রা জানান, ৯ মার্চ রবিবার দুপুরে মনিকাকে বাড়িতে রেখে তার বাবা-মা ফুটানী বাজার এলাকায় দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে বিকালে বাড়িতে গিয়ে ঘরের ধর্ণার সাথে মনিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় জানানো হলে ৯ মার্চ রাতেই ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ৯ মার্চ রাতে মনিকার মরদেহ উদ্ধার করা হয়। ১০ মার্চ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।