অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন- এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরে উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার সিডস কর্মসূচির কর্মএলাকার ১২টি ইউনিয়নে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে সকাল ১০টায় একযোগে অনুষ্ঠান শুরু হয়। নারী অধিকার ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ বিষয়ক স্লোগান সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন সহকারে সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়।

পরে দিবসের তাৎপর্য তুলে ধরে স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংলাপ, ফোরাম, সংলাপ কেন্দ্র, জেন্ডার ফোকাল পারসন, এলাকার বিভিন্ন কমিটি উন্নয়ন সংঘের সহায়তায় নানা আয়োজনের মাধ্যমে নারী দিবস পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা নারীর সমধিকার, নারীর কাজের স্বীকৃতি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর নিরাপত্তা নিশ্চিত করাসহ নারী উন্নয়নে বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন।
অনুষ্ঠানে কিশোরী, নারী, অভিভাবক, জনপ্রতিনিধি, উপকারভোগী এবং উন্নয়ন সংঘের কর্মীরা অংশ নেন।