জামালপুরের মেলান্দহ উপজেলায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাপ্রবাহ, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা এবং হাউজ টিউটদের উপস্থিতিতে ২৪ ফেব্রুয়ারি সোমবার ও ২৬ ফেব্রুয়ারি বুধবার দুটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে : ২০২৪ সালের ৯ আগস্ট শুক্রবার বশেফমুবিপ্রবি/প্রশাঃ/জরুরি/২০২৪/৯০০ নম্বর স্মারক ও একই বছরের ১৭ অক্টোবর বৃহস্পতিবার ৩৭.০১.০০৪৪.০৫৫.৯৯,০২২.২২.৯৬৬ নম্বর স্মারক মোতাবেক ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশসমূহ বহাল থাকবে অর্থাৎ অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তা কঠোরভাবে অনুসরণ করা হবে।
বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৩৯ এর উপ-ধারা (৫) অনুযায়ী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হল। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী চাকরিচ্যুত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই বিশ্ববিদ্যালয়ের নাম-লোগো ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অথবা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবে হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ পুনরায় জারি করা হল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ২০২৪ সালের ৯ আগস্টেই চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশ দেয়া হয়েছিল। গত দুই দিন আগে আবারও সবাইকে নিয়ে সভা করেছি। জারিকৃত আদেশটি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।