শেরপুরের নকলা উপজেলায় গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠন।
১৩ ডিসেম্বর শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন বাদশা, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির সদস্য হালুঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী, নকলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, শেরপুর জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ প্রশিক্ষক আমিরুল ইসলাম, আলোর কাফেলার সভাপতি হাফেজ আল-আমিন সায়ফী, সাধারণ সম্পাদক বাবুল সেখ, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সানোয়ার হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।