ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর উঠান বৈঠক ঝাউগড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রক্তের বন্ধন টিকিট কালোবাজারি জামাল গ্রেপ্তার, ৮টি টিকিট জব্দ শেরপুর দোকান মালিক ঐক্য পরিষদের কমিটি গঠিত মাদারগঞ্জে সেচ্ছাসেবকদল নেতার গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি নিরাপদ সড়ক দিবস : জামালপুরে শোভাযাত্রা, পথসভা ও হেলমেট বিতরণ দেওয়ানগঞ্জে মাদরাসাছাত্র হত্যা : দুই আসামিকে আটকাদেশ ইসলামপুরে কাবিখা-কাবিটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কাগজে কলমেই প্রকল্প সীমাবদ্ধ

জামালপুরে শ্রমিক নির্যাতনের ঘটনায় সড়ক অবরোধ

শ্রমিক নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে শ্রমিক নির্যাতনের ঘটনায় ট্রাক মালিক সেলিমের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে।

এসময় শহরের বাইপাস মোড়ে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এসময় সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীসহ সাধারণ মানুষের। পরে প্রশাসনের আশ্বাসে বেলা একটার দিকে তারা কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক শেখ জানান, ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালের দিকে শহরের ফেরিঘাট এলাকায় শামীম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্ত্বাধিকারী জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সদস্য মো. শামীম ট্রাক মালিক সেলিম মিয়ার কাছে কাজের মুজুরি চাইতে গেলে তিনি তার উপর নির্যাতন চালান। পরে মো. শামীম মিয়া আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করান শ্রমিক নেতৃবৃন্দ।

এ ঘটনায় ৪ ডিসেম্বর বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিক নেতারা তাদের দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেন। এসময় জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি নেশার উদ্দিন নেশাসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় উভয় পক্ষকে ডেকে সমাধানের কথা বলা হয়েছে। পরে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর আইডিয়াল স্কুল ও কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুরে শ্রমিক নির্যাতনের ঘটনায় সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

জামালপুরে শ্রমিক নির্যাতনের ঘটনায় ট্রাক মালিক সেলিমের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। ৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে।

এসময় শহরের বাইপাস মোড়ে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এসময় সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীসহ সাধারণ মানুষের। পরে প্রশাসনের আশ্বাসে বেলা একটার দিকে তারা কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক শেখ জানান, ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালের দিকে শহরের ফেরিঘাট এলাকায় শামীম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্ত্বাধিকারী জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সদস্য মো. শামীম ট্রাক মালিক সেলিম মিয়ার কাছে কাজের মুজুরি চাইতে গেলে তিনি তার উপর নির্যাতন চালান। পরে মো. শামীম মিয়া আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করান শ্রমিক নেতৃবৃন্দ।

এ ঘটনায় ৪ ডিসেম্বর বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিক নেতারা তাদের দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করেন। এসময় জেলা ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি নেশার উদ্দিন নেশাসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় উভয় পক্ষকে ডেকে সমাধানের কথা বলা হয়েছে। পরে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।