ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বন্যার্তদের চাল বিতরণ না করায় নষ্ট হওয়ার অভিযোগ

বিতরণ না করায় নষ্ট হয়ে যাওয়া চালের বস্তা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে মেম্বার চেয়ারম্যানের দ্বন্দ্বে গরীবের এক মেট্রিক টন চাল বিতরণ না করায় নষ্ট হয়ে গেছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে সরজমিন গিয়ে এমনি চিত্র দেখা যায়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়ন এলাকায় চলতি বছরের জুলাই মাসে বন্যার্তদের জন ১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। কিন্তু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বাদের মধ্যে দ্বন্দ্ব থাকায় চালগুলো বিতরণ না করে পরিষদের কক্ষে বস্তাবন্দি করে রেখে দেন। দীর্ঘদিন বস্তাবন্দি করে রাখায় বরাদ্দকৃত চালগুলো নষ্ট হয়ে গেছে। এ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ বলেন, পরিষদ নতুন দ্বায়িত্ব পেয়েছি। চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের কারণে চালগুলো বিতরণ করা হয়নি। চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, চাল বরাদ্দের পর পরই জুলাই-আগস্টে আন্দোলন শুরু হয়। তারপর থেকে পরিষদে আমরা যেতে পারি না। তাই বরাদ্দের চালগুলো বিতরণ করতে পারছি না। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চালগুলো বিতরণ করা হয়েছিল বলে তাকে জানিয়েছিলেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন। কিন্তু এখনও বিতরণ করা হয়নি বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বাংলারচিঠিডটকমকে বলেন, জুলাই মাসে পরিষদে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। বিতরণ না করে থাকলে এর দায় ইউনিয়ন পরিষদকে নিতে হবে। তদন্ত করে ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বন্যার্তদের চাল বিতরণ না করায় নষ্ট হওয়ার অভিযোগ

আপডেট সময় ১১:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে মেম্বার চেয়ারম্যানের দ্বন্দ্বে গরীবের এক মেট্রিক টন চাল বিতরণ না করায় নষ্ট হয়ে গেছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে সরজমিন গিয়ে এমনি চিত্র দেখা যায়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়ন এলাকায় চলতি বছরের জুলাই মাসে বন্যার্তদের জন ১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। কিন্তু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বাদের মধ্যে দ্বন্দ্ব থাকায় চালগুলো বিতরণ না করে পরিষদের কক্ষে বস্তাবন্দি করে রেখে দেন। দীর্ঘদিন বস্তাবন্দি করে রাখায় বরাদ্দকৃত চালগুলো নষ্ট হয়ে গেছে। এ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ বলেন, পরিষদ নতুন দ্বায়িত্ব পেয়েছি। চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের কারণে চালগুলো বিতরণ করা হয়নি। চালগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, চাল বরাদ্দের পর পরই জুলাই-আগস্টে আন্দোলন শুরু হয়। তারপর থেকে পরিষদে আমরা যেতে পারি না। তাই বরাদ্দের চালগুলো বিতরণ করতে পারছি না। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদে শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চালগুলো বিতরণ করা হয়েছিল বলে তাকে জানিয়েছিলেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন। কিন্তু এখনও বিতরণ করা হয়নি বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বাংলারচিঠিডটকমকে বলেন, জুলাই মাসে পরিষদে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। বিতরণ না করে থাকলে এর দায় ইউনিয়ন পরিষদকে নিতে হবে। তদন্ত করে ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।