ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের দাবি : শামীম তালুকদার

ভাটারায় জনসভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকেলে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখছিল। মানুষ দীর্ঘ ১৫ বছর তাদের পছন্দের ব্যক্তিদের ভোট দিতে পারেনি। বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলার স্বাধীনতা ছিলো না। মানুষ তার অধিকারের কথা বলতে গেলেই ধরে নিয়ে গুম-খুন করে দিতো। জালেম সরকারকে বিদায় করেছে ছাত্র-জনতা। বাংলার মাটিতেই আওয়ামী লীগের বিচার দেখতে চায় বাংলাদেশের মানুষ। এসময় বর্তমান সরকারের কাছে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জোর দাবি জানান।

ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রাব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হোসেন জামান জুয়েল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ জনসভায় মানুষের ঢল নামে। পরে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের দাবি : শামীম তালুকদার

আপডেট সময় ০৯:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার বিকেলে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখছিল। মানুষ দীর্ঘ ১৫ বছর তাদের পছন্দের ব্যক্তিদের ভোট দিতে পারেনি। বিনা ভোটে নির্বাচিত হয়ে তারা মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলার স্বাধীনতা ছিলো না। মানুষ তার অধিকারের কথা বলতে গেলেই ধরে নিয়ে গুম-খুন করে দিতো। জালেম সরকারকে বিদায় করেছে ছাত্র-জনতা। বাংলার মাটিতেই আওয়ামী লীগের বিচার দেখতে চায় বাংলাদেশের মানুষ। এসময় বর্তমান সরকারের কাছে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জোর দাবি জানান।

ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রাব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হোসেন জামান জুয়েল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এ জনসভায় মানুষের ঢল নামে। পরে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।