জামালপুরের বকশীগঞ্জ বাস মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরকে সভাপতি ও মাহমুদুল হাসান মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জারনিস ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আবদুল কাইয়ুমকে জ্যেষ্ঠ সহসভাপতি, আবদুস সাত্তারকে সহসভাপতি, আমিনুল ইসলামকে যুগ্মসাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মনিরকে সাংগঠনিক সম্পাদক, রাসেল সরকারকে প্রচার সম্পাদক, আমজাদুল হক সুরুজকে দপ্তর সম্পাদক, মো. নজরুল ইসলাম সওদাগরকে সদস্য ও সাইফুল ইসলাম শাকিল তালুকদারকে সদস্য করা হয়।
পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বকশীগঞ্জ বাস মালিক সমিতির নতুন কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।