
লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ইসলামপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দ মাসুদুর রহমানকে সভাপতি, মো. সোলাইমান কবীরকে সাধারণ সম্পাদক ও ইসমাইল হোসেন লেমনকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদে ৮১ সদস্য বিশিষ্ট নুতন কমিটি গঠন করা হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সকল সদস্যদের নিয়ে সমঝোতা বৈঠকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ইসলামপুর উপজেলা আহ্বায়ক আইয়ুব হোসেন আনসারীর সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ৩০ আগস্ট এই কমিটির অনুমোদন দেন।
সহকারী শিক্ষক শাহ বিপুল মিয়া উপদেষ্টামন্ডলীর সদস্যদের পক্ষে সকলকে শুভেচ্ছা জানান।