
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
মানসম্মত শিক্ষায় শিখন-শেখানোর গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে এবং শিখন-শেখানোর দক্ষতার উন্নয়ন ঘটাতে জামালপুর সদর উপজেলায় উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আয়োজনে প্রধান শিক্ষকদের একাডেমিক সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট রবিবার সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণ কক্ষে জামালপুর সদর উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি। প্রশিক্ষণ উদ্বোধন করেন উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর- রশিদ।
প্রশিক্ষণে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল প্রমুখ। এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির ধারণা পত্র উপস্থাপন করেন সিডসের শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম, মনিটরিং অফিসার মো. মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা উপজেলা সমন্বয়কারী মো. হামিদুল ইসলাম।
উল্লেখ্য, ২০২৮ সালের শেষ নাগাদ জামালপুরের তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচিরটি নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘের মাধ্যমে জামালপুরে গত ছয় বছর যাবৎ বাস্তবায়িত হচ্ছে।