
জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে নেতা-কর্মীদের সাবধান করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি জোবাইদুল ইসলাম শামীম। ১১ আগস্ট রবিবার সন্ধ্যায় কোটা আন্দোলনের পরবর্তী বিষয় নিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের কড়া বার্তা দেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল নেতা জোবাইদুল ইসলাম শামীম জানান, চলমান পরিস্থিতিতে উপজেলা ছাত্রদলের কোন নেতাকর্মী যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অনৈতিক ও আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে লিপ্ত হয়, কিংবা কোন ধরনের চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একই সাথে তাকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জোবাইদুল ইসলাম শামীম জানান, চলমান পরিস্থিতির মধ্যে সংগঠনের নামে কেউ যেন চাঁদাবাজি বা অপরাধ না করতে পারে সেজন্য সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে আমরা সতর্ক রয়েছি। দলের নাম ভাঙিয়ে সাবেক বা বর্তমানের কোন নেতা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।
বাংলার চিঠি ডেস্ক : 



















