ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তওহীদভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ জামালপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের মূল্যায়ন হবে : ডক্টর ছামিউল হক সিডসের উদ্যোগে হাত ধোয়া দিবসে বড়দের হাত ধোয়ার কৌশল শেখালো শিশুরা গণভোটসহ ৫ দফা দাবিতে শেরপুরে জামায়াতের মানববন্ধন তবুও বহাল তবিয়তে চরপাকেরদহ ইউপির প্যানেল চেয়ারম্যান নিজাম দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে কলেজ শিক্ষকদের কর্মবিরতি ‘এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারো সাথে জোট করবে না’ মাদারগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষে ভোট প্রার্থনা জিল বাংলা চিনি কলে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিন দিনের ব্যবধানে রোনাল্ডোর আবারো হ্যাটট্রিক

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সৌদি পেশাদার লিগে তিনদিনের মধ্যে আবারো হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কাল পর্তুগীজ এই সুপারস্টারের নৈপুন্যে আল নাসর ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আবহাকে। এর আগে শনিবার আল তাইয়েল বিপক্ষে রোনাল্ডোর হ্যাটট্রিকে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত করেছিল আল নাসর।

সৌদি লিগ টেবিলের তলানির থেকে দ্বিতীয় দল আল আবহাকে বড় ব্যবধানে পরাজিত করতে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, আব্দুলমাজিদ আল সুলাইহিম, আব্দুলরহমান গারীব ও আব্দুলাজিজ সৌদ আল আলিভা। ম্যাচে জোড়া গোল করেছে আল আলিভা।

গতকাল রোনাল্ডোর প্রথম দুটি গোল এসেছে ফ্রি-কিক থেকে। ১১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লো শটে তিনি প্রথম গোলটি করেন। ১০ মিনিট পর ফ্রি-কিক থেকে কার্লিং শটে তিনি দ্বিতীয় গোল করেন। ২৯ গোল করে এসপিএল’র শীর্ষ গোলদাতা রোনাল্ডো এরপর সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেকে দিয়ে ৩৩ মিনিটে তৃতীয় গোলটি করিয়েছেন। বিরতির তিন মিনিট আগে রোনাল্ডো বক্সের বাইরে থেকে দারুন এক চিপে হ্যাটট্রিক পূরণ করেন। এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আল-সুলায়হিমকে দিয়ে আবারো গোল করিয়েছেন রোনাল্ডো।

এনিয়ে ক্যারিয়ারে কোন ম্যাচের প্রথমার্ধে সাতবার হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন রোনাল্ডো। ক্যারিয়ারে তিনি সর্বমোট ৬৫টি হ্যাটট্রিক করেছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৪টি। আল নাসরে যোগ দেবার পর থেকে পর্তুগীজ এই তারকা পাঁচবার তিন অথবা তার থেকেও বেশী গোল করেছেন।

এই মুহূর্তে এসপিএল’এ শীর্ষে থাকা আল হিলালের তুলনায় রোনাল্ডোর আল নাসর ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। মৌসুম শেষ হতে আর আট ম্যাচ বাকি। ইতোমধ্যেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয় কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর। এর ফলে ধরেই নেয়া যায় ৩৯ বছর বয়সী পর্তুগীজ সুপারস্টারের মধ্যপ্রাচ্যে আরো একটি শিরোপাবিহীন বছর কাটতে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

তওহীদভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা

তিন দিনের ব্যবধানে রোনাল্ডোর আবারো হ্যাটট্রিক

আপডেট সময় ০৮:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সৌদি পেশাদার লিগে তিনদিনের মধ্যে আবারো হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কাল পর্তুগীজ এই সুপারস্টারের নৈপুন্যে আল নাসর ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আবহাকে। এর আগে শনিবার আল তাইয়েল বিপক্ষে রোনাল্ডোর হ্যাটট্রিকে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত করেছিল আল নাসর।

সৌদি লিগ টেবিলের তলানির থেকে দ্বিতীয় দল আল আবহাকে বড় ব্যবধানে পরাজিত করতে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, আব্দুলমাজিদ আল সুলাইহিম, আব্দুলরহমান গারীব ও আব্দুলাজিজ সৌদ আল আলিভা। ম্যাচে জোড়া গোল করেছে আল আলিভা।

গতকাল রোনাল্ডোর প্রথম দুটি গোল এসেছে ফ্রি-কিক থেকে। ১১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লো শটে তিনি প্রথম গোলটি করেন। ১০ মিনিট পর ফ্রি-কিক থেকে কার্লিং শটে তিনি দ্বিতীয় গোল করেন। ২৯ গোল করে এসপিএল’র শীর্ষ গোলদাতা রোনাল্ডো এরপর সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেকে দিয়ে ৩৩ মিনিটে তৃতীয় গোলটি করিয়েছেন। বিরতির তিন মিনিট আগে রোনাল্ডো বক্সের বাইরে থেকে দারুন এক চিপে হ্যাটট্রিক পূরণ করেন। এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আল-সুলায়হিমকে দিয়ে আবারো গোল করিয়েছেন রোনাল্ডো।

এনিয়ে ক্যারিয়ারে কোন ম্যাচের প্রথমার্ধে সাতবার হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন রোনাল্ডো। ক্যারিয়ারে তিনি সর্বমোট ৬৫টি হ্যাটট্রিক করেছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৪টি। আল নাসরে যোগ দেবার পর থেকে পর্তুগীজ এই তারকা পাঁচবার তিন অথবা তার থেকেও বেশী গোল করেছেন।

এই মুহূর্তে এসপিএল’এ শীর্ষে থাকা আল হিলালের তুলনায় রোনাল্ডোর আল নাসর ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে। মৌসুম শেষ হতে আর আট ম্যাচ বাকি। ইতোমধ্যেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয় কাপ থেকে বিদায় নিয়েছে আল নাসর। এর ফলে ধরেই নেয়া যায় ৩৯ বছর বয়সী পর্তুগীজ সুপারস্টারের মধ্যপ্রাচ্যে আরো একটি শিরোপাবিহীন বছর কাটতে যাচ্ছে।