ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক মাদারগঞ্জে কল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ জন্ম মৃত্যু নিবন্ধন কাজে সাফল্যের পঞ্চম স্থানে জামালপুর জেলা রোগীদের পাশে মাদারগঞ্জ উপজেলা বিএনপিনেতা খালিদ হাসান তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ গোপনে সুপার ও আয়া নিয়োগের পায়তারা, ভারপ্রাপ্ত সুপার জানেন না তিনি দ্বায়িত্বে

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহজামাল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ৪ জুলাই বিকালে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।

মৃত শাহজামাল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আর আহতরা হচ্ছেন শাহজামালের ছোট ভাই নূর হোসেন (১৮) ও বোন জামাই তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে গেরামারা গ্রামের চাঁন মিয়ার সাথে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জের ধরে ৪ জুলাই চাঁন মিয়ার ছেলে শাহজামালের সাথে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়া উদ্দিনের ২৫-৩০ জন অনুসারী দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করে। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর থানা পুলিশের এসআই মাইনুল রেজা বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

এসআই মাইনুল রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুজন জামালপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি অজয়, সাজ্জাদ সম্পাদক

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শাহজামাল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ৪ জুলাই বিকালে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।

মৃত শাহজামাল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আর আহতরা হচ্ছেন শাহজামালের ছোট ভাই নূর হোসেন (১৮) ও বোন জামাই তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে গেরামারা গ্রামের চাঁন মিয়ার সাথে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জের ধরে ৪ জুলাই চাঁন মিয়ার ছেলে শাহজামালের সাথে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়া উদ্দিনের ২৫-৩০ জন অনুসারী দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করে। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর থানা পুলিশের এসআই মাইনুল রেজা বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

এসআই মাইনুল রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।