জামালপুরে সনদ পেল খুদে কারাতে প্রশিক্ষণার্থীরা

জামালপুরে কারাতে প্রশিক্ষণ শেষে খুদে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ছবি : তানভীর আহমেদ হীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষে ২১ মার্চ প্রশিক্ষণার্থী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্শাল আর্ট ফাউন্ডেশন জামাপুরের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন খুদে শিক্ষার্থীদের নিয়ে তিনদিনব্যাপী এই কারাতে প্রশিক্ষণের আয়োজন করে।

জামালপুরে কারাতে প্রশিক্ষণে অংশ নেয় খুদে শিক্ষার্থীরা। ছবি : তানভীর আহমেদ হীরা

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জ্বল। সাংবাদিক তানভীর আহমেদ হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার আমিন রানা, মার্শাল আর্ট ফাউন্ডেশনের পরিচালক শোয়েব হোসেন, নতুন কুঁড়ি স্কুলের পরিচালক হাসান জামান কল্লোল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলার কোন সুযোগ নেই। তারা শুধু লেখা পড়াতেই ডুবে থাকে। সত্যিকারের মানুষ হতে হলে পড়ালেখার পাশাপাশি লেখাধুলা ও বিনোদনে ফিরে আসতে হবে। কারাতে প্রশিক্ষণ শিশুদের আত্মরক্ষায় আত্মবিশ্বাসী করে তুলবে। এছাড়াও মানসিক বিকাশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এর কোন বিকল্প নেই।