বকশীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে প্রশিক্ষিত ইমাম, খতিব, আলেম-ওলামেদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমস্যা নিরসনে ইমাম সম্মেলন ৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ, মওলানা আব্দুর রাজ্জাক, মুফতী মুহিব হাসান, মওলানা হামিদুল ইসলাম প্রমুখ।

ইমাম সম্মেলনে বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।