জামালপুরে দুদকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জামালপুরে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন জেলা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্নীতির শিকড়সমেত উৎপাটনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুদক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মাসুম আলম খান। দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা।

জামালপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য আইনজীবী শামীম আরা, শিক্ষক মনোয়ারা খানম, আশরাফুজ্জামান স্বাধীন, অনামিকা সায়েদ, আরজু মিয়া, দিলশাদ বেগম শর্মী, দুদকের জামালপুর জজকোর্টের পিপি আইনজীবী লুৎফর রহমান রতন, শেরপুরের পিপি মোখলেছুর রহমান জীবন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদুক জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু।

আলোচকরা বলেন, দুর্নীতির মহামারী প্রতিরোধ করতে হলে প্রচলিত আইনের কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক জাগরণ তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নতুন মুক্তির যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে।