দেওয়ানগঞ্জে ৫টি ড্রেজার ধ্বংস

দেওয়ানগঞ্জের মিতালী এলাকায় জিঞ্জিরাম নদীতে ড্রেজার ধ্বংস করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৫টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। ২০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে জিঞ্জিরাম নদীতে সেসব ধ্বংস করা হয়।

জানা গেছে, সরকারি নিষিদ্ধ ঘোষিত ড্রেজার দীর্ঘদিন ধরে ইউনিয়নের মিতালী বাজার এলাকায় চলছিলো। ড্রেজার চালানোর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন আগুন দিয়ে জ্বালিয়ে দেন।

দেওয়ানগঞ্জের মিতালী এলাকায় জিঞ্জিরাম নদীতে ড্রেজার ধ্বংস করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

ইউএনও কামরুন্নাহার শেফা জানান, ড্রেজার চলার ফলে নদী, ফসলি জমি ও ঘর-বাড়ি নদীগর্ভে বিলিন হওয়ায় জনস্বাস্থ্য রক্ষার কারণে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ আব্দুর রহিম, সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল করিম মামুন।