বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কসাই পট্টি এলাকায় এঘটনা ঘটে।

বিদ্যুতায়িত হয়ে কুব্বাত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫) ও তার চাচা সায়েদ আলী (৫৫) মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর দুপুরে সুলতান মিয়া তার বাড়িতে গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করেন। গোসল করতে পানি তুলতে পাম্প চালু করতে গেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাম্পের ত্রুটি মেরামতের কাজ করার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় তার চাচা সায়েদ আলী তাকে বাঁচাতে গেলে তিনি বিদ্যুতায়িত হন।

পরে মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কতব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।