জাতীয় শোক দিবসে জামালপুরে উদীচীর কর্মসূচি

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ।। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে উদীচী জেলা সংসদ নানা কর্মসূচি পালন করে। ১৫ আগস্ট সন্ধ্যায় জামালপুর উদীচী কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভায় উদীচী জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, কবি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর প্রমুখ।

সভা শেষে উদীচীর শিল্পীরা শোকের গান ও আবৃত্তি পরিবেশন করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।