জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ

জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ১৬ জুলাই বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অজয় পাল, সাধারণ সম্পাদক রমেন বণিক, যুগ্মসাধারণ সম্পাদক শুভাশীষ তালুকদার, সাংগঠনিক সম্পাদক পরিতোষ পন্ডিত, সদস্য সুবাস চন্দ্র সাহা, শহর শাখার সাধারণ সম্পাদক বিপুল কাঞ্জিলাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অনিক দেবনাথ শুভ প্রমুখ।

বক্তারা সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।