বকশীগঞ্জে করোনা প্রতিরোধ ও টিকা কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

বকশীগঞ্জে করোনা প্রতিরোধ ও টিকা কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সকলকে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ২ জুলাই থেকে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে এই উঠান বৈঠকের কার্যক্রম শুরু হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্টের জামালপুর জেলা সমন্বয়কারী আতিকুর রহমান সুমন জানান, কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় বকশীগঞ্জ উপজেলায় ৪৫টি উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সকল মানুষকে বুস্টার ডোজ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করা হচ্ছে।

দি হাঙ্গার প্রজেক্টের ৫ জন স্বেচ্ছাসেবক উঠান বৈঠকের কাজে অংশ নিয়ে মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌছে দিচ্ছেন।