মেলান্দহে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার নুরুল ইসলাম।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী নুরুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে। ১৭ জুন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটকৃত নুরুল ইসলাম ফুলকোচা ইউনিয়নের পাহাড়ী পটল এলাকার আলফাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত মে মাসের ৭ তারিখে উপজেলার ফুলকোচা ইউনিয়নের পাহাড়ী পটল এলাকায় কনিকা আক্তার চায়না (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের বড় ভাই মনিরুজ্জামান বাবু বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে ১৭ জুন সন্ধ্যায় গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মেলান্দহ থানার উপ-পরিদর্শক জহেদুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল ঘাতক স্বামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম বলেন, গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।