দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ইউএনও

দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউএনও কামরুন্নাহার শেফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত মেয়র নূরে আলম সিদ্দিকী জুয়েল। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। ২৬ মে বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

জানা গেছে, এর আগে দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন শাহনেওয়াজ শাহানশাহ। উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অভিযোগে মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে ২০২১ সালের ২১ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

এরপর প্যানেল মেয়র নূরে আলম সিদ্দিকী জুয়েল ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউএনও কামরুন্নাহার শেফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২৪ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন ইউএনও কামরুন্নাহার শেফাকে প্রশাসকের দায়িত্ব পালন করার জন্য প্রজ্ঞাপণ জারি করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার জারিকৃত প্রজ্ঞাপনে তিনি দায়িত্ব নেন।

এসময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু, মেয়র (ভারঃ) নূরে আলম সিদ্দিকী জুয়েল, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, প্রসন্ন সরকার, আক্কাছ আলী, শেখ মাসুদ, সেলিনা বেগম, আছমা আক্তার, শাহিনা আক্তার, উপ-প্রকৌশলী সোহেনুর রহমান, সহকারী প্রকৌশলী সাহা আলম, সহকারী হিসাব রক্ষক শাহিদুল ইসলাম সরকার, লিয়াকত আলীসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।